এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবলপ্রেমীদের কাছে দিয়েগো ফোরলানের নামটি অজানা নয়। উরুগুয়ের প্রাক্তন এই তারকা ফরোয়ার্ড নিজের সময়ে অসাধারণ পারফর্ম করেছিলেন। তবে ফুটবল থেকে অবসর নেওয়ার পর এবার পেশাদার টেনিসে পা রাখলেন ফোরলান। তবে অভিষেকেই হারের সম্মুখীন হলেন ফোরলান।
এটিপির চ্যালেঞ্জার ট্যুরে পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে পরাজিত হয়েছেন ফোরলান। আর্জেন্টিনার ফেডেরিকো কোরিয়ার সাথে জুটি বেঁধে ৪৫ বছর বয়সী ফোরলান ১-৬, ২-৬ ফলে হেরেছেন বোরিস আরিয়াস ও ফেডেরিকো জেবায়োসের কাছে।
যদিও টেনিসের জগতে ফোরলান নতুন নয়। গত পাঁচ বছরে একাধিক অ্যামেচার মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, এবং সেখানে কয়েকটিতে সাফল্যও পেয়েছেন। যার ফলে এই এটিপি চ্যালেঞ্জার ট্যুরে ওয়াইল্ড কার্ডে সুযোগ পেয়েছেন ফোরলান। বলা বাহুল্য, এই প্রতিযোগিতাটি উরুগিয়ের সব থেকে বড় পেশাদারি টেনিস প্রতিযোগিতা।
২০১০ ফিফা বিশ্বকাপে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হয়েছিলেন ফোরলান। তার পরের বছর কোপা আমেরিকাতে উরুগুয়েকে চ্যাম্পিয়ন করেছিলেন ফোরলান। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মত ক্লাবেও সাফল্যের সাথে খেলেছেন তিনি। আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়েও খেলেছেন ফোরলান। ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি।