এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু করবে ভারত, যেখানে তাদের প্রতিপক্ষ মরিশাস। নতুন হেড কোচ মানোলো মার্কেজেরও প্রথম চ্যালেঞ্জ এটি। তবে প্রথম চ্যালেঞ্জেই সমালোচনার মুখে পড়েছেন মানোলো, যখন এই প্রতিযোগিতার জন্য বাছাই করা দলে সুযোগ দেননি গোলকিপার বিশাল কাইথকে।
মোহনবাগান সুপার জায়ান্টের এই তারকা গোলকিপার গত মরশুম থেকেই নজর কেড়েছেন, একাধিক সময়ে ত্রাতার ভূমিকা পালন করেছেন। তবুও জাতীয় দলে তৃতীয় গোলকিপার হয়েই থাকতে হয়েছিল বিশালকে। কিন্তু এবার সেই সুযোগও আসেনি বিশালের কাছে। যা নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন মানোলো।
আরও পড়ুন -
ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য মানোলো গোলকিপার হিসেবে বেছেছেন বেঙ্গালুরু এফসির গুরপ্রীত সিং সান্ধু, ওড়িশা এফসির অমরিন্দার সিং এবং ইস্টবেঙ্গলের প্রভসুখন গিলকে। তবে মানোলো জানিয়েছেন, সময় এলে বিশাল ঠিকই সুযোগ পাবেন।
বিশালকে না নেওয়া নিয়ে মানোলো বলেছেন, "এটাই জাতীয় দলের কোচের কাজ। যখন আপনি কোনও একজন খেলোয়াড়কে ডাকেন না, যেখানে তার দল সমর্থকে পরিপূর্ণ, সেখানে এই আলোচনা আসবেই। বিশাল ডুরান্ড কাপে বেশ কয়েকটি পেনাল্টি বাঁচিয়েছেন। উনি একজন দুর্দান্ত গোলকিপার। বাকি তিনজনও খুব ভালো। এমন অনেক কিপার রয়েছে যারা জাতীয় দলে সুযোগ পেতে পারে।"
"আমি এই তিনজন কিপারকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বুঝতে পারছি সমর্থকদের প্রতিক্রিয়ার কারণ, যেহেতু সবাই চায় তার দলের কিপার জাতীয় দলে থাকুক। আমার মনে হয় বিশালের কাছে সুযোগ আসবে, জানি না কবে। তবে ওর কাছে সুযোগ আসবে জাতীয় দলের অংশ হওয়ার, যেমন এরকম অনেক খেলোয়াড় রয়েছে যারা এখানে নেই।"
গত আইএসএলে তৃতীয় যুগ্ম সর্বোচ্চ ক্লিনশিট রেখেছিলেন বিশাল। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি এবং সেমি ফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছেন তিনি। যার ফলে ফুটবলপ্রেমীরা দাবি করেছিলেন, বিশালকে জাতীয় দলে আনা হোক।