টানা দুই ম্যাচ মাঠেই নামলেন না মেসি! আবারও কী গুরুতর চোট?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আশঙ্কা তৈরি হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে! শুক্রবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল জামাইকার চ্যাম্পিয়ন দল কাভালিয়েরের বিরুদ্ধে, সেই ম্যাচে ২-০ গোলে জেতে মায়ামি। কিন্তু সেই ম্যাচ খেলা দূর, ম্যাচডে স্কোয়াডে ছিলেন না লিও। এমনকি, মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর বিরুদ্ধে গত ম্যাচেও স্কোয়াডে ছিলেন না মেসি।
আর এর জেরে আশঙ্কা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। তাহলে কি আবারও বড়সড় চোট পেয়েছেন? ২০২২ বিশ্বকাপের পর থেকে বারবার চোট-আঘাতে ভুগেছেন তিনি৷ সামনে ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আর্জেন্টিনার জন্য। আগামী ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিরুদ্ধে খেলতে হবে আর্জেন্টিনাকে। সেই দুটি ম্যাচে কি খেলবেন মেসি?
এই নিয়ে এবার বড় আপডেট দিলেন ইন্টার মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো। তিনি জানিয়েছেন, চোট নয়, মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে ক্লান্তির জন্য। এই নিয়ে মাসচেরানো বলেছেন, "লিওর (মেসি) চিকিৎসক যা বলছেন, সেটাই আমি মেনে চলছি। চিকিৎসক বলেছেন, মেসির কোনো চোট নেই। ৬ দিনে ৩ ম্যাচ খেলে তিনি ক্লান্ত। আমরা চাই না তিনি ক্লান্ত হয়ে পড়ুন। আমরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড়ের না থাকাটা কাজকে জটিল করে তোলে। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে এবং মেসিকে ছাড়া কীভাবে খেলতে হবে, সেটা জানতে হবে।"