Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তিনি মাঠে নামলেই দলের স্ট্রাইকাররা অনেকবেশি চাপমুক্ত থাকেন। তাঁর অ্যাসিস্ট থেকে গোল করেন রোনাল্ডো, র্যাসফোর্ড, রাফায়েল লিওরা। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পর্তুগিজ মিডফিল্ডার বর্তমানে ফুটবল মাঠে যেমন ফর্মেই থাকুন না কেন, মাঠের বাইরে তাঁর অ্যাসিস্টেই প্রাণে বাঁচলেন এক সাধারণ মানুষ।
রোনাল্ডোর পর্তুগিজ সতীর্থ সম্প্রতি ম্যানচেস্টার থেকে লিসবনের উদ্দেশ্যে রওনা দেন উয়েফা নেশনস লিগ খেলার জন্য। পোল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে পর্তুগাল। এবং সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন ব্রুনো। তাঁর অ্যাসিস্ট গোলে ভর করে বহু ম্যাচ জিতেছে পর্তুগাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার জীবনযুদ্ধের লড়াই জিতে নিল ব্রুনোর বিমানের এক সহযাত্রী।
খবর অনুযায়ী, বিমান যাত্রার একটি সময় ব্রুনো ফার্নান্ডেজ শৌচালয়ে যাওয়ার জন্য বিমানের পিছনের দিকে যান। এর কিছুক্ষণ পরেই বিমান যাত্রীরা ব্রুনোর চিৎকার শুনতে পান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন যে, ‘দয়া করে কেউ সাহায্য করুন। কেউ কি আসতে পারবেন?’
প্রতক্ষ্যদর্শীরা জানান যে ব্রুনোর আওয়াজ পেয়ে তাঁরা দেখেন যে একজন ভদ্রলোক জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন এবং ব্রুনো তাঁকে ধরে দাঁড়িয়ে আছেন। এরপর বিমানকর্মীরা দ্রুত সেই ভদ্রলোকের সেবাশুশ্রূষা শুরু করেন। ভদ্রলোকের জ্ঞান ফেরা পর্যন্ত ব্রুনো সেখানেই দাঁড়িয়ে থাকেন। সময়মতো ব্রুনো সাহায্য চাওয়ার কারণেই একজন মানুষের প্রাণ রক্ষা হয়।