এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পর-পর দুই ম্যাচে দুই ডার্বিতে জয়ী মোহনবাগান। পর-পর দুই ডার্বিতে গোল করলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। আইএসএলের গুরুত্বপূর্ণ বড় ম্যাচে ফেভারিট হিসাবে নামা মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ২-০ ফলাফলে পরাজিত করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল। গোল করলেন দুই অজি তারকা জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস।
এদিন ইস্টবেঙ্গল দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তন দেখা গেলেও মোহনবাগান দল তাদের উইনিং কম্বিনেশনেই ভরসা রাখে।
প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহনবাগান। অন্যদিকে সুযোগ পেলেই প্রতিআক্রমণে ওঠে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে এদিন দেবজিতের পরিবর্তে শুরু করা প্রভসুখন গিল দক্ষতার সাথে বেশ কিছু গোলমুখি আক্রমণ আটকে দেন। মনবীর-লিস্টন-ম্যাকলারেনদের মুহুর্মুহু আক্রমণ আটকে দেন গিল।
তবে ম্যাচের ৪১ মিনিটে আনোয়ারের মিস পাস থেকেই আশিস রায় বল পেয়ে পাস দেন মনবীরকে, মনবীরের ঠিকানা লেখা পাসে পা ছুঁয়ে পর পর দুটি ডার্বিতে গোল করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল মোহনবাগান ১, ইস্টবেঙ্গল-০। যদিও আরও বেশি গোলে এগিয়ে থাকতে পারত সবুজ মেরুন ব্রিগেড।
দ্বিতীয়ার্ধে ক্লেটন সিলভার পরিবর্তে নামেন দিমিত্রিওস এবং ডেভিডের জায়গায় নামেন বিষ্ণু। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করে অস্কার ব্রুজোনের দল। তবে প্রথমার্ধে যতোটা জমজমাট লড়াই দেখা যায় দুই দলের মধ্যে। দ্বিতীয়ার্ধে খেলার গতি অনেকটাই মন্থর।
৪০০ তম ডার্বির নায়ক গ্রেগ স্টুয়ার্ট। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি খেলার উপর নিজের নিয়ন্ত্রণ রাখেন। দ্বিতীয় গোলটিও আসে তারই জন্য। মাঝমাঠ থেকে বাড়ানো পাস পরিবর্ত হিসাবে নামা দিমিত্রি পেত্রাতোস বক্সে পেয়ে যান। সেখান থেকে গিলকে কাটিয়ে বেড়িয়ে যাওয়ার সময় তাঁকে ফাউল করেন ইস্টবেঙ্গল গোলরক্ষক। পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি তেজস। পেনাল্টি স্পট থেকে গোল করতে ভোলেননি দিমিত্রি। ২-০ ফলাফলে শেষ হয় বড় ম্যাচ।