এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সের্জিও লোবেরার ওড়িশা এফসির বিরুদ্ধে। একদিকে ইস্টবেঙ্গল এবারের আইএসএলে পয়েন্টহীন, তবে ওড়িশার হালও খুব একটা ভালো নয়। মাত্র একটি জয় পেয়েছে তারা এবারের লিগে।
এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া ওড়িশা। তাদের জন্য সুখবর হল, চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার কার্লোস ডেলগাডো এবং সেভিয়র গামা।
এদিকে সোমবার সাংবাদিক বৈঠকে এসে ওড়িশা কোচ সের্জিও লোবেরা নিজের লক্ষ্য স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, "আমরা অন্যান্য ম্যাচের মতই এই ম্যাচে নামব, তিন পয়েন্টের লক্ষ্যে। যদিও এই ম্যাচটি আমাদের সমর্থকদের জন্য অত্যন্ত স্পেশ্যাল, তবে আমাদের ফোকাস একই থাকবে - মাথে নিজেদের সেরা পারফর্মেন্স দেওয়ার।"
প্রতিপক্ষকে ইস্টবেঙ্গলকে হেলাফেলা না করেই লোবেরা বলেছেন, "আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী। লিগ টেবিলে তাদের অবস্থান যেখানেই থাকুক না কেন, তা তাদের প্রকৃত ক্ষমতাকে সামনে আনে না। খুব চ্যালেঞ্জিং ম্যাচ হবে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, বিশেষ করে ঘরে। আমরা সম্ভাব্য সেরা উপায়ে কাজ করার চেষ্টা করছি, আর আশা করছি, এই তিন গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অর্জন করব।"
এদিকে সাংবাদিক বৈঠকে এসে ডিফেন্ডার অমেয় রানাওয়াড়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে বলেছেন, "আমরা ট্যাকটিক্যাল বিষয় নিয়ে অনেক পরিশ্রম করেছি এবং মঙ্গলবার আমাদের রক্ষণগত দায়িত্ব ও আক্রমণের বিপদের মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা জানি আমরা কি করতে পারি এবং সেটি আপনারা খেলায় দেখতে পাবেন।"