এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার মোহনবাগান দিবসে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী 'ষোলো আনা বাবলু' প্রকাশের উপলক্ষ্যে মোহনবাগান ক্লাবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। মঞ্চে প্রাক্তন তারকা-মহাতারকা ফুটবলারদের মাঝে দাঁড়িয়ে এদিন সুনীল জানিয়ে যান মোহনবাগান এবং ফুটবলের আসল মানে তাঁকে বুঝিয়েছিলেন সুব্রত ভট্টাচার্য। এর পাশাপাশি সুনীল বলেছেন সুব্রত ভট্টাচার্য মানে শুধুই মোহনবাগান এবং মোহনবাগান মানে সুব্রত ভট্টাচার্য।
আরও পড়ুন- দ্বিতীয় ওয়ানডের আগে ক্যারিবিয়ানে মজায় ছুটি কাটালেন রোহিত-বিরাটরা
সুনীল বলেছেন, "২০০২ সালে আমি প্রথমবার এই মাঠে এসেছিলাম (মোহনবাগান মাঠ)। দিল্লি থেকে আমি যখন প্রথমবার আসি, তখন আমি জানতাম না মোহনবাগানে খেললে কী হয়? জার্সির এতো অনুভূতি আছে, দুঃখ পেলে ফুটবল খেলতে হবে, খুশি হলে ফুটবল খেলতে হবে, সব ছেড়ে ফুটবল খেলতে হবে। এই মানুষটাই (সুব্রত ভট্টাচার্য) আমাকে এই সকল বিষয় বুঝতে এবং জানতে সাহায্য করেছে।"
আরও পড়ুন- দুইবারের ইউরোপ সেরা এই ঐতিহ্যশালী ক্লাবকে সরিয়ে দিল উয়েফা
এর সাথে ভারতীয় অধিনায়ক যোগ করেছেন, "সুব্রত ভট্টাচার্য সবসময় আমাকে একটাই কথা বলেছেন যে নিজের সেরাটা দাও, ক্লাবের জন্য খেলো, জার্সির জন্য খেলো। এটাই ওনার থেকে শিখেছিলাম আমি। সুব্রত ভট্টাচার্য যেভাবে মোহনবাগানকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে কি না জানি না। এবং অবশ্যই মোহনবাগান মানে সুব্রত ভট্টাচার্য, আর সুব্রত ভট্টাচার্য মানেই মোহনবাগান।"
এদিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয় ক্লাবের তরফেই সুনীলকে সংবর্ধনা দেওয়া হয়।