এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা-অ্যাথলিট প্রবীণ কুমার সোবতি, যিনি জনপ্রিয় টিভি সিরিয়াল মহাভারতের ভীম চরিত্রে অভিনয় করেছিলেন। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ কার্ডিয়াক অ্যারেস্টের জেরে নয়া দিল্লিতে নিজের বাসস্থানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়সী প্রবীণ।
তবে শুধু অভিনয় জগতেই নয়, ভারতীয় ক্রীড়ায় অন্যতম উল্লেখযোগ্য নাম প্রবীণ কুমার সোবতি। হ্যামার ও ডিসকাস থ্রোয়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছেন প্রবীণ। ১৯৬৬ ব্যাঙ্কক, ১৯৭০ ব্যাঙ্কক ও ১৯৭৪ তেহরান এশিয়ান গেমসে দুটি সোনা সহ মোট চারটি পদক জেতেন তিনি।
এছাড়া ১৯৬৬ সালের কমনওয়েলথ গেমসে হ্যামার থ্রোয়ে রুপো পদক জেতেন প্রবীণ। ১৯৬৬ সালের এশিয়ান গেমসে তৎকালীন রেকর্ড ৫৬.৭৬ মিটার গড়েছিলেন তিনি। এছাড়া ১৯৬৮ ও ১৯৭২ অলিম্পিকেও অংশ নিয়েছিলেন তিনি।