Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চেন্নাইতে অনুশীলন চলাকালীন ২৪ জানুয়ারি সাইড স্ট্রেইন চোট পান ভারতীয় অলরাউন্ডার নীতিশ রেড্ডী। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে চলতি ৫ ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নীতীশ। চিকিৎসার জন্য নীতীশ বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন।
অন্যদিকে, ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ফিল্ডিং করার সময় লো ব্যাক স্প্যাজমে আক্রান্ত হন রিঙ্কু সিংহ। খবর অনুযায়ী, তিনি ভালভাবে সুস্থ হচ্ছেন এবং বিসিসিআই মেডিকেল টিম তাঁর অবস্থার উপর নজর রাখছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলার সম্ভাবনা নেই রিঙ্কুর।
নীতীশ এবং রিঙ্কুর পরিবর্তে নির্বাচক কমিটি শিবম ডুবে ও রামানদীপ সিংহকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।