এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভেঙে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাড়ে তিন দশকের রেকর্ড। তাও আবার দশম শ্রেণিতে পড়া এক ক্রিকেটারের কাছে৷ বাংলার কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বৃহস্পতিবার রঞ্জি অভিষেক হল অঙ্কিত চট্টোপাধ্যায়ের।
অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভালো খেলার সুবাদে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ড শুরু হওয়ার আগে বাংলা শিবিরে ডাক পেয়েছিলেন অঙ্কিত চট্টোপাধ্যায়। এবার সেখান থেকে অঙ্কিত সুযোগ পেয়ে গেলেন হরিয়ানার বিরুদ্ধে খেলার। আর মাঠে নেমেই রেকর্ডবুকে নাম তুলে ফেলেছেন বাংলার ছেলে অঙ্কিত। এতদিন বাংলার হয়ে সবচেয়ে কম বয়সে রঞ্জি খেলার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে। এ বার সেই রেকর্ড নিজের নামে করলেন অঙ্কিত।
হরিয়ানার বিরুদ্ধে মাত্র ১৫ বছর ৩৬১দিন বয়সে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হল অঙ্কিতের। প্রথম দিনের খেলা শেষে ওপেনিংয়ে নামা অঙ্কিত অপরাজিত রয়েছেন ৫ রানে। এর আগে ১৯৮৯-৯০ মরসুমের রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচ খেলেছিলেন।