Photo- CAB
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য হরিয়ানার বিরুদ্ধে ম্যাচটি ছিল মরণ-বাঁচন। কিন্তু সেই ম্যাচেই ৩৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায় বাংলা। ২৮৩ রানের বড় হার বাংলার।
প্রথম ইনিংসে হরিয়ানাকে ১৫৭ রানে অলআউট করে বাংলার বোলাররা। এর জবাবে ১২৫ রানে অলআউট হয় বাংলা/ দ্বিতীয় ইনিংসে বড় রান করতে সক্ষম হন হরিয়ানার ক্রিকেটাররা। যার জবাবে ৮৫ তেই শেষ বাংলার ইনিংস।
রঞ্জিতে অভিষেক হওয়া ওপেনার অঙ্কিত চ্যাটার্জি ২১ রান করলেও এরপর টপ অর্ডার বাংলার ব্যাটাররা ব্যর্থ হন। ঋদ্ধিমান সাহা ২৫ রান অপরাজিত থেকে যান কিন্তু অন্যপ্রান্তে তাঁকে ভরসা জোগাতে পারেননি কেউ।
হরিয়ানার হয়ে চারটি করে উইকেট নেন অনশুই কম্বোজ এবং অনুজ হিরা ঠাকরাল।