এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে জয়ের পথে ফিরল ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজোর লাল-হলুদ ব্রিগেড কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ফলাফলে জয়ী। পিভি বিষ্ণু এবং হিজাজির গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।
এদিন রাইট ব্যাক পজিশনে শুরু করেন জিকসন সিং। আক্রমণে ক্লেইটন, দিয়ামান্তাকোস এবং সেলিস। তিন বিদেশি ফরোয়ার্ডে শুরু করলেও আজকের নায়ক পিভি বিষ্ণু। কেরালা ব্লাস্টার্সকে হারাতে তাদের দলেরই প্রাক্তন ফুটবলারদের ব্যবহার করেন অস্কার।
২০ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে বল টেনে নিয়ে গিয়ে গোল করেন বিষ্ণু। আরও একটি গোল করতে পারতেন একক দক্ষতায় তবে গোলরক্ষক সুরেশের গায়ে মারেন তিনি। অন্যদিকে নজর কারলেন রিচার্ড সেলিসও।
সেলিসের আগমনে ইস্টবেঙ্গলে লাতিন আমেরিকার ছোঁয়া দেখা গেল যুবভারতীতে। ফার্স্ট টাচ হোক বা পাসিং কিংবা শুটিং কেরালার রক্ষণে ভয় ধরিয়ে দিলেন সেলিস। গোলও করতে পারতেন কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন সেলিস।
৭২ মিনিটে গোলের ব্যবধান বাড়ান হিজাজি কর্ণার থেকে হেডে গোল করেন তিনি। এক গোল শোধ করে কেরালা। ৮৪ মিনিটে গোল করেন ফারুক। শেষ দশ মিনিট কেরালা আক্রমণাত্মক ফুটবল খেললেও সমতায় ফিরতে পারেনি।
২-১ গোলে ম্যাচটি জেতে ইস্টবেঙ্গল।