এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টোকিও অলিম্পিকে দুর্দান্ত পারফর্মেন্সের পর নিজের ভালো ফর্ম বজায় রাখলেন ভারোত্তলক মীরাবাঈ চানু। শুক্রবার সিঙ্গাপুর ওয়েটলিফটিং ইন্টারন্যাশনালে ৫৫ কেজি বিভাগে সোনা জেতেন মীরাবাঈ। আর এর জেরে ২০২২ কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেন তিনি।
প্রথমবার ৫৫ কেজি ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে, চানু মোট ১৯১ কেজি (৮৬ কেজি + ১০৫ কেজি) তুলে প্রথম স্থান অধিকার করেন। এদিকে দ্বিতীয় স্থানাধিকারী অস্ট্রেলিয়ার জেসিকা সেওয়াস্টেঙ্কো ১৬৭ কেজি তুলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
টোকিও অলিম্পিকে রুপো পদক জেতার পর এটিই ছিল মীরাবাঈয়ের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ইভেন্ট। এর আগে গত ডিসেম্বর মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ান ২৭ বছরের এই ভারোত্তলক।
এর আগে কমনওয়েলথ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসন্ন কমনওয়েলথ গেমসে ৪৯ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেই ফেলেছিলেন মীরাবাঈ। এবার, আরও বেশি পদক জেতার লক্ষ্যে, নতুন করে ৫৫ কেজি বিভাগেও নাম লিখিয়ে যোগ্যতা অর্জন করলেন মীরাবাঈ।