এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত হওয়া দাবা অলিম্পিয়াডে ইতিহাস রচনা করল ভারতীয় দাবাড়ুরা। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সোনা জয় ভারতের। গুকেশ, প্রজ্ঞানন্দ, তানিয়া, বৈশালিরা বিশ্ব দাবা মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করে আকর্ষণীয় উচ্ছ্বাস প্রকাশ করলেন। যে উচ্ছ্বাস এর আগে ক্রিকেট বিশ্বকাপ কিংবা ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর দেখা গিয়েছিল। লিওনেল মেসি, রোহিত শর্মার স্মৃতি ফিরিয়ে আনলেন ডি গুকেশ ও তানিয়া সচদেব।
২০২২ ফিফা বিশ্বকাপ কিংবা ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি, রোহিতরা ঠিক যেভাবে ট্রফি নিয়ে সেলিব্রেশন করেছিলেন। ঠিক সেভাবেই দাবা অলিম্পিয়াডের উভয় বিভাগে সোনা জেতার পর সেলিব্রেশন করেন ভারতীয় দাবাড়ুরা। একটি ভিডিওতে দেখা যায় পোডিয়ামের উপর দাঁড়িয়ে প্রজ্ঞানন্দ, বৈশালি, অর্জুন, দিব্যা সহ গোটা ভারতীয় দল। এবং পোডিয়ামের নিচ থেকে মেসি ও রোহিতের মতো ট্রফি হাতে সেলিব্রেশন করতে করতে এগিয়ে আসছেন গুকেশ ও তানিয়া।
https://x.com/SusanPolgar/status/1837988016746303835?t=iibEjn605ODL5unbP-G2Yw&s=19
প্রসঙ্গত স্লোভানিয়াকে ফাইনাল রাউন্ডে হারিয়ে সোনা জেতে ভারতীয় পুরুষ দল। অন্যদিকে আজারবাইজানকে বড় ব্যবধানে পরাজিত করে সোনা জেতে ভারতীয় মহিলা দল।