এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চতুর্থীর দিন ভারতের ক্রীড়াপ্রেমীদের জন্য খারাপ খবর। ভারতীয় জিমন্যাস্টিকে নতুন দিশা দেখানো বাঙালি অ্যাথলিট দীপা কর্মকার সোমবার অবসর ঘোষণা করলেন।
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি লেখা শেয়ার করে অবসরের কথা জানিয়েছেন দীপা। তিনি লিখেছেন, "অনেক ভেবেচিন্তে, আমি এই সিদ্ধান্তে এসেছি, যে আমি জিমন্যাস্টিক্স থেকে অবসর গ্রহণ করলাম। এই সিদ্ধান্ত আমার জন্য সহজ ছিল না, কিন্তু এটাই সেরা সময়। জিমন্যাস্টিক্স আমার জীবনের একটি অত্যন্ত বড় অংশ হয়ে গিয়েছিল, আর আমি প্রতিটা মুহুর্তের জন্য কৃতজ্ঞ।"
কিন্তু কেন তিনি অবসর নিলেন? এই নিয়ে দীপা লিখেছেন, "আমার শেষ জয় এসেছিল তাসখন্দে এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ ততদিনে আমি ভেবেছিলাম আমি নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু কখনও কখনও আমাদের শরীর আমাদের বলে দেয় যে বিশ্রামের সময় এসে গিয়েছে। কিন্তু হৃদয় এখনও তা মানে না।"
২০১৬ রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন দীপা। নিজের প্রদুনোভা ভল্ট গোটা দেশকে চমকে দিয়েছিল। সেই দীপা আজ বিদায় জানালেন জিমন্যাস্টিক্সকে।