এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই গোটা বাংলা সহ দেশজুড়ে আরজি করের প্রয়াত মহিলা চিকিৎসকের ন্যায্য বিচার ও অপরাধীদের শাস্তি দেওয়ার দাবিতে আন্দোলন চলছে। রাস্তাঘাটে, এমনকি খেলার মাঠেও দেখা গিয়েছে প্রতিবাদের বার্তা। এবার সমতল থেকে পর্বতশৃঙ্গেও We Want Justice-এর বার্তা।
কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে পর্বতারোহীরা লাদাখ হিমালয়ের কাং ইয়াৎসে প্রথম ও দ্বিতীয় শৃঙ্গ অভিযানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। গত ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই সফরে ছিলেন প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে রণদীপ অধিকারী, বিশ্বজিৎ বিশ্বাস, শম্পা ওঁরাও, শ্যামল আচার্য, প্রদীপ কুমার চক্রবর্তী ও অশোক সরকার।
শেষ পর্যন্ত ৩০ আগস্ট, গত শুক্রবার সকাল ৬.৩০টায় ৬৪০০ মিটার উচ্চতার কাং ইয়াৎসের প্রথম শৃঙ্গ জয় করেন তারা। আর সেখানে নির্যাতিতার প্রতীকী ছবি দিয়ে ন্যায় বিচারের দাবিতে পোস্টার দেখান পর্বতারোহীরা, সেই শৃঙ্গ থেকেই।
দিল্লি থেকে লাদাখ পৌঁছনোর পর, ২৬ আগস্ট বেস ক্যাম্পে পৌঁছন তারা। এরপর ২৮ তারিখ ক্যাম্প ওয়ান হয়ে তারা ২৯ আগস্ট ক্যাম্প টু-তে পৌঁছে যান।