এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব জয় ভারতীয় তরুণ তারকার। কিন্তু তাঁর এই অসামান্য কৃতিত্ব নিয়ে উঠছে প্রশ্ন। গুকেশের প্রতিপক্ষ চীনের লিরেন শেষ গেমে ইচ্ছাকৃত ভাবে হেরেছেন এমনই অভিযোগ তুলছে রাশিয়া।
রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ জানিয়েছেন যে, ডিং লিরেন ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হেরেছেন। যে কারণে ফিডে-কে তদন্ত শুরু করতেও অনুরোধ করেছেন তিনি।
১৩তম ম্যাচ শেষে গুকেশ এবং লিরেনের পয়েন্ট সমান ছিল। ১৪তম ম্যাচ জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। কিন্তু এই ম্যাচে লিরেনের বড়সড় ভুলেই জয় ছিনিয়ে নেন গুকেশ।
আন্দ্রে ফিলাতভের অভিযোগ, “দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চিনের দাবাড়ু লিরেন যে ভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিডে-র তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা এক জন প্রথম শ্রেণির দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চিনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে।"
অন্যদিকে লিরেন জানিয়েছেন প্রচন্ড চাপেই এমন ভুল। তিনি বলেছেন, "চাপের মধ্যে একটা চালে ভুল করে ফেলি। তার পরেই গুকেশের মুখ দেখে বুঝতে পারছিলাম, গুকেশ কতটা আনন্দ পেয়েছে। তখন আর আমার কিছু করার ছিল না।"