এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তারা সব রকম চেষ্টা করছেন যাতে ২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে আয়োজন করা যায়।
নিউ ইয়র্কের নাসাউ কলিসিয়ামে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদী বলেছেন, "কয়েক দিন আগে, প্যারিস অলিম্পিক্স শেষ হয়েছে। খুব শীঘ্রই, আপনারা ভারতেও অলিম্পিক্স দেখতে পাবেন। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি যাতে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে পারি।"
সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে ভারত ছয়টি পদক জিতে শেষ করেছে, যার মধ্যে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রূপো রয়েছে।
এদিকে এই সভায় মোদী জানিয়েছেন, ব্যবসা-পরিবেশ ও বিনোদনের পাশাপাশি খেলাধূলার দিক থেকেও ভারত আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই নিয়ে মোদী আইপিএলের উদাহরণ দিয়ে বলেছেন, "খেলাধূলা হোক, ব্যবসা হোক, পরিবেশ কিংবা বিনোদন - ভারত এই সব বিষয়ের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আইপিএল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টস লিগ।"