এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবলের পর এবার ক্রিকেটেও হৃদরোগের কালো ছায়া এসে পড়ল। পাকিস্তানের তারকা ক্রিকেটার আবিদ আলি ম্যাচ খেলতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করেন, এরপর নানা পরীক্ষার পর জানা যায়, হৃদরোগের আক্রান্ত তিনি।
পাকিস্তান জাতীয় দলের সদস্য আবিদ আলির এই রোগ ধরা পড়ে সে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ ই আজম ট্রফির ম্যাচে। মধ্য পাঞ্জাবের হয়ে খেলা আবিদ খাইবার পাখতুনখাওয়ারের বিরুদ্ধে ম্যাচে বুকে তীব্র ব্যাথা অনুভব করেন, যার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান আবিদ। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, তিনি জটিল হৃদরোগে আক্রান্ত।
পাকিস্তানের ক্রিকেটার আবিদ আলি ২০১৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করেন আবিদ। এরপর ওয়ানডে অভিষেকেও শতরান হাঁকেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন আবিদ। ইতিমধ্যেই পাকিস্তানের টেস্ট দলে নিজের জায়গা পাকা করেছেন আবিদ। ফলে তার এই হৃদরোগের সমস্যা তার কেরিয়ারে প্রভাব ফেলবে কিনা, সেটিই বড় প্রশ্নের।