এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইসিসির তরফ থেকে আসন্ন টি২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হল। আগামী ১৭ অক্টোবর রাউন্ড ওয়ানের যোগ্যতা অর্জন পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরু হবে, যেখানে ওমান ও পাপুয়া নিউ গিনি খেলবে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটের সময়। এবং একই দিনে স্কটল্যান্ড ও বাংলাদেশ খেলবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটার সময়।
এদিকে ভারত নিজেদের অভিযান শুরু করবে আগামী ২৪ অক্টোবর, দুবাইয়ে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে আগামী ৩১ আগস্টে নামবে ভারত। আগামী ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে আবু ধাবিতে খেলবে টিম ইন্ডিয়া। এরপর ৫ নভেম্বর দুবাইতে যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বি এর বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা। সব শেষে ৮ নভেম্বর দুবাইয়ে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ এর দ্বিতীয় স্থানাধিকারীর বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ভারতের সমস্ত খেলাই হবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।
এদিকে সেমি ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে এর ব্যবস্থা করা হয়েছে। প্রথম সেমি ফাইনাল ১০ নভেম্বর আবু ধাবিতে আয়োজিত হবে, এবং দ্বিতীয় সেমি ফাইনাল ১১ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এবং মেগা ফাইনাল দুবাইয়ে আগামী ১৪ নভেম্বর খেলা হবে।
এক নজরে দেখে নিন টি২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি -