অস্ত্রোপচার সফল তিরির! বিকল্প হিসেবে এই তারকা ডিফেন্ডারের উপর নজর এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য এএফসি কাপ গ্রুপ পর্বে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এটিকে মোহনবাগানের ভরসাযোগ্য ডিফেন্ডার তিরি। এসিএল চোটের জন্য আপাতত সাত-আট মাস মাঠের বাইরে তিরি। এবার তিরির সেই চোটের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল।
বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তিরি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, "সবাইকে হ্যালো। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কঠিন যাত্রার প্রথম বাধা অতিক্রম হল। ফিরে আসার এক দিন কমল। সকল মেসেজ ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।"
তবে যা সম্ভাবনা, এটিকে মোহনবাগান রিলিজ করে দিতে চলেছে তিরিকে। এবং তার পরিবর্তে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার কার্টিস গুডকে আনার প্রয়াসে সবুজ-মেরুণ ব্রিগেড। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগ দল নিউক্যাসলে খেলেছেন এই ডিফেন্ডার। বর্তমানে মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলেন কার্টিস।
শোনা যাচ্ছে, কার্টিস গুডের এজেন্টের সাথে একপ্রস্থ কথা বলেছে এটিকে মোহনবাগান। তবে ২০২৪ সাল অবধি মেলবোর্ন সিটির সাথে চুক্তিবদ্ধ হওয়ায় ট্রান্সফার ফি দিতে হতে পারে এটিকে মোহনবাগানকে, যা অন্ততপক্ষে সাড়ে চার কোটি টাকার কাছাকাছি। এখন এটিই দেখার, কি উপায়ে এই অজি ডিফেন্ডারকে নিতে এগোয় এটিকে মোহনবাগান।