এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারতীয় পুরুষ হকি দল। আর তারপরেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে তর্ক উঠতে শুরু করেছে, ঠিক কত বছর বাদে অলিম্পিকে ভারতীয় পুরুষ দল নিজের সেরা পারফর্মেন্স দিল। অনেকের মতে ৪৯ বছর পর, আবার অনেকে দাবি তুলছেন ৪১ বছরের। কিন্তু আসল ঘটনাটি ঠিক কি?
১৯৭২ অলিম্পিক আয়োজিত হয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানির মিউনিখে। সেবার গ্রুপ বি থেকে শীর্ষস্থানে উঠে সেমি ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু সেমিতে পাকিস্তানের কাছে ১-২ ব্যবধানে হেরেছিল ভারত। তবে ব্রোঞ্জ পদকের ম্যাচে নেদারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জিতেছিল টিম ইন্ডিয়া।
এবার আসা যাক ১৯৮০ অলিম্পিকে। সেবার সোভিয়েত ইউনিয়নের মস্কোয় আয়োজিত হয়েছিল অলিম্পিক গেমস। কিন্তু সেবারের অলিম্পিক বিতর্কে পূর্ণ ছিল। একাধিক দেশ সেবারের অলিম্পিক বয়কট করেছিল সোভিয়েত-আফগান যুদ্ধের প্রতিবাদে। আর সেই দেশগুলি বয়কট করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে।
আর সেই বছর কেবল পাঁচটি দেশ পুরুষদের হকিতে খেলেছিল। যার জেরে পুরোটিই একটি গ্রুপে খেলা হয়েছিল, যাতে শীর্ষস্থানে থেকে সোনা জিতেছিল ভারত।
ফলে এখন প্রশ্ন এটিই, কোনটিকে ধরা উচিত? যদি বলা হয়, কত বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে উঠল ভারতীয় পুরুষ দল? তাহলে উত্তর হবে ৪৯ বছর। আর যদি জিজ্ঞেস করা হয়, কত বছর পর ভারত অলিম্পিকে তাদের সেরা পারফর্মেন্স দিল, তাহলে উত্তর হবে ৪১ বছর।