এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সদ্য আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান দল। তবে শুধুমাত্র আইএসএল ট্রফি নিয়েই সন্তুষ্ট নয় সবুজ মেরুন ব্রিগেড। আগামী মরশুমে আইএসএল এবং এফসি কাপে ভালো ফলাফল করার লক্ষ্যে ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ইতিমধ্যে বেশ কিছু দেশী এবং বিদেশী ফুটবলারের সাথে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান দল।
যে সমস্ত ফুটবলের কথা শোনা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নামটি হল জেসন কামিংস। অস্ট্রেলিয়ার এই তারকা স্ট্রাইকার কে আনতে গেলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে মেরিনার্সদের।
বর্তমানে অস্ট্রেলিয়ার 'এ লিগ'-এর সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের আক্রমণ ভাগের দায়িত্ব সামলান কামিংস। তাঁকে নিতে গেলে ৭ কোটি টাকার রিলিজ ক্লজ দিতে হবে দলকে।
এবং খবর অনুযায়ী এই বিপুল পরিমাণ অর্থ দিতে প্রস্তুত সঞ্জীব গোয়েঙ্কার দল। শোনা যাচ্ছে যে প্রায় ১২ কোটি টাকার অফার দেওয়া হয়েছে কামিংসকে। তবে এই লোভনীয় অফার পাওয়ার পরেও জেসন কামিন্স অপেক্ষা করছিলেন এশিয়ার বড় দলগুলির ভালো অফারের জন্য।
তবে শেষ খবর অনুযায়ী আর অপেক্ষা করবেন না কামিংস, মোহনবাগানের আকর্ষণীয় অফারই গ্রহণ করতে চলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা স্ট্রাইকার। শোনা যাচ্ছে যে এক বছরের চুক্তি এবং তার সাথে আরও এক বছরের চুক্তি নবিকরণের অফার পেয়েছেন কামিংস।
সবুজ-মেরুন ব্রিগেডে ইতিমধ্যেই রয়েছেন দিমিত্রি পেত্রাতোস। দিমিত্রির সাথে কামিংস যোগ দিলে আইএসএল-এর অন্যান্য দলগুলির রক্ষণভাগ বেশ চিন্তায় থাকবে তা বলাই যায়।