এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়দের কথা বললে তাতে শুরুর দিকেই আসবে লিওনেল মেসির নাম। আর্জেন্টাইন বরপুত্র ফুটবল মাঠে এমন এমন ম্যাজিক দেখিয়েছেন, যা সত্যিই অসাধারণ। কিন্তু বেশ কয়েকবার মেসিকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এরকম একাধিক তারকা ফুটবলার ও প্রশিক্ষক রয়েছেন, যারা মেসির সমালোচনা করার সাহস দেখিয়েছেন।
১. লুকা মদরিচ :
২০১৮ সালে ব্যালন ডি'অর এর অনুষ্ঠানে মেসি ও রোনাল্ডো দুজনেই উপস্থিত ছিলেন না। সেই কারণেই লুকা মদরিচ বলেছিলেন যে এটা খুবই অসম্মানের। মেসি ও রোনাল্ডো এটি একদমই ঠিক করেনি কারণ তারা মনোনয়নে না থাকায় তারা অনুষ্ঠানে ও উপস্থিত হতে চাইনি। মদরিচ মনে করেন যেটি অন্য ফুটবলারদের জন্য অসম্মানের তারা নিজেরা যখন মনোনয়ন পায়, তারা তখন অনুষ্ঠানে উপস্থিত থাকে অথচ মনোনয়নে না থাকলে তারা অনুষ্ঠানে উপস্থিত হয় না। এটা ফুটবলের জন্য খুবই খারাপ দিক।
২. ড্যানি আলভেস :
২০১৯ সালে কোপা আমেরিকা আর্জেন্টিনা হেরে গেলে মেসি বলেন যে, রেফারি বিক্রিত ছিল। এই অভিযোগের ভিত্তিতে ড্যানি আলভেস বলেন যে, এটা ফুটবলের জন্য খুবই খারাপ দিক যে একজন প্লেয়ার এরকম অভিযোগ আনছে এটা ফুটবলের জন্য খুবই খারাপ বিষয় এবং তিনি এও বলেন যে ফুটবল অফিসিয়ালসদেরও সে অসম্মান করছে।
৩. টিটে :
ব্রাজিল কোচ টিটে মেসির এই রেফারির বিরুদ্ধে অভিযোগের ব্যবহারে যথেষ্ট ক্ষুব্ধ হন এবং তিনি দ্য মিররকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন - "একটা প্লেয়ারের উচিত ফুটবল খেলাকে এবং ফুটবল অফিসিয়ালসদের সম্মান করা তার টিম হেরে গেলেও।"
৪. থিয়াগো সিলভা :
এই ঘটনা নিয়ে থিয়াগো সিলভাও নিজের মত প্রকাশ করেছিলেন। তিনি বলেন যে মেসির মত প্লেয়ার এর এটা বলা উচিত হয়নি। সিলভা বলেন, "পিএসজিতে খেলার সময় আমার টিমও বার্সিলোনার কাছে ৬-১ ব্যবধানে হেরেছিল তখনো আমরা অন্তত ফুটবলকে অসম্মান করিনি।"
৫. পেলে :
পেলে বলেন মেসি জুনিয়র লেভেলে নেইমারের মত কৃতিত্ব অর্জন করতে পারেনি, নেইমারের স্কিল মেসির থেকে অনেক ভাল ছিল বলে তিনি মনে করেন। তিনি বলেন যে এমন দুটি প্লেয়ারের তুলনা করা উচিত নয়, যেখানে একটা প্লেয়ার ডান পায়ে এবং বাম পায়ে দু পায়েই সমান শট করতে পারে এবং অন্যদিকে আর এক প্লেয়ার শুধুমাত্র বাম পায়ে শট করতে পারে (মেসি ও নেইমারের তুলনা প্রসঙ্গে)।
৬. কিকে সেতিয়েন :
এই স্প্যানিশ কোচ বলেন যে তিনি লিওকে ম্যানেজ করা খুবই কঠিন। কারন এক সময় সে আমাকে বলেছিল যে তার টেকনিক চেঞ্জ করবার আমি কেউ নই, ঔদ্ধত্যের সুরে।
৭. জেরার্ড পিকে :
জেরার্ড পিকে ও মেসি ছিল বার্সিলোনায় খুব ভালো বন্ধু। মেসির মিডিয়াতে বার্সিলোনাকে নিয়ে কিছু কথা বলায় পিকে খুব অসন্তুষ্ট হয়ে ছিলেন এবং তিনি তাকে ট্রেনিংয়ে বলেছিলেন যে তুমি আর্জেন্টিনার সম্পর্কে মিডিয়ায় বলতে পারো কিন্তু বার্সিলোনা সম্পর্কে নয়।
৮. মার্কো ভ্যান বাস্তেন :
মার্কো ভ্যান বাস্তেন এই অভিযোগ এনেছিলেন যে অতিমারির সময়ের পর থেকেই মেসি নিজের ট্রেনিংয়ে ততটা মন দেননি ফলে তার ফর্মও আগের মত ছিল না, তিনি বলেন তারা আরও বেশি করে ট্রেনিং করা উচিত ছিল। অন্তত দলের ফুটবলার উন্নতির জন্য কারণ একজন স্টার প্লেয়ার থেকে এরকম অ-মনোযোগিতা মেনে নেওয়া যায় না।
৯. দিয়েগো মারাদোনা :
মারাদোনা বলেন যে ক্লাব কেরিয়ারে সাফল্য পেলে বড় প্লেয়ার হওয়া যায় না, বড় প্লেয়ার তখনই হওয়া যায় যখন সে নিজের জন্য নয় দেশের জন্য সাফল্য আনে। তিনি বলেন যে মেসির লিডারশিপ দক্ষতা ও ভালো না। সেই কারণেই আর্জেন্টিনা এতদিন কোনো বড় ট্রফির মুখ দেখেনি। মেসি বার্সিলোনায় যেরকম খেলেন সেরকম তাকে আর্জেন্টিনার জার্সি গায়ে পাওয়া যায়না। সে অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু ভালো নেতা নয়।