এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নিজেদের গ্রুপে একেবারে শেষ স্থানে রয়েছে বাংলাদেশ। এবার নিজেদের শেষ তিন ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে রওনা দেবে তারা। তবে তার আগে ভারত ও আফগানিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে রাখলেন কোচ জেমি ডে।
এই মুহুর্তে ঢাকায় প্রাক প্রস্তুতি শিবির সারছে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড। সোমবারের অনুশীলন শেষে বাংলাদেশের কোচ বলেছেন, "আমাদের খেলোয়াড়রা খুব পরিশ্রম করছে সেরা দলগুলির বিরুদ্ধে জয় পাওয়ার জন্য। আমার মনে হয়, আমাদের জন্য পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু আমরা মুখিয়ে রয়েছি বাকি তিন ম্যাচে ইতিবাচক ফল পাওয়ার জন্য।"
যদিও এখনও অবধি কেবল এক পয়েন্টই পেয়েছে বাংলাদেশ, সেটি ২০১৯ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে ১-১ ড্রয়ে। তবে জেমি ডে আশাবাদী, র্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১৬৪) এর তুলনায় উপরে থাকা ভারত(১০৫), আফগানিস্তান (১৪৯) ও ওমানের বিরুদ্ধে ইতিবাচক ফল আনবে। এই নিয়ে তিনি বলেছেন, "আমরা এমন দলের বিরুদ্ধে খেলবে যারা আমাদের থেকে উচ্চ র্যাঙ্কের। তাই, দেখতে মুশকিল লাগলেও আমরা ইতিবাচক। যদি এই দলের প্রত্যেকে ১০ এর মধ্যে ৯ বা ১০ এর পারফর্ম না করেন, তাহলে সেই ম্যাচে বাংলাদেশ জিতবে না।"
এদিকে গত রবিবার অধিনায়ক জামাল ভুঁইয়া স্পষ্ট জানিয়েছেন, ভারত ও আফগানিস্তানের খেলোয়াড়রা বাংলাদেশের মতই। তিনি বলেছেন, "আমি আগেও বলেছি যে ভারত ও আফগানিস্তানের ফুটবলাররা আমাদের মতই। আমরা একটি ভালো লড়াই ও ভালো ম্যাচের অপেক্ষায় রয়েছি। আমার মনে হয় আমরা ওদের বিরুদ্ধে জিততে পারব কারণ ওরা দল হিসেবে ভালো নয়।"
এদিকে ভারত যখন কোনওরকম প্রস্তুতি শিবির ছাড়াই কাতার উড়ে যেতে চলেছে, বাংলাদেশ বেশ ভালোমতই প্রস্ততি শিবির সেরেছে এবং আগামী ২১-২২ মে এর মধ্যে কাতার উড়ে যাবে বাংলাদেশ।