এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের শুরুতেই বড় ভুল করে বসেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। গালি পজিশনে দাঁড়িয়ে মার্নাস লাবুশানের সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি, যার জন্য বড় ফল ভুগতে হয়েছে ভারতকে।
আকাশ দীপের অফ স্টাম্পের বল লেট কাট মারতে গিয়েছিলেন লাবুশানে, কিন্তু বলটি বেশি বাউন্স করায় ব্যাটের কিনারা লেগে গালি পজিশনের দিকে যায়। কিন্তু হাতের নাগালে থাকলেও যশস্বীর দুই হাত থেকে বলটি ফস্কে পড়ে যায়। আর এর জেরে মাঠের মধ্যেই ক্ষোভ প্রকাশ করেন আকাশ দীপ। এমনটি ফার্স্ট স্লিপে দাঁড়ানো অধিনায়ক রোহিত শর্মাও নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি।
শেষ অবধি ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লাবুশানে, যা অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতাকে অনেকটাই ঢেকে দিয়েছে। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লু আউট হয়ে সাজঘরে ফেরেন লাবুশানে।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) December 29, 2024