এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সঞ্জয় সেন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার ফুটবল ভক্তদের মনে নতুন করে আশা জেগেছিল যে আবারও ভারতীয় ফুটবলে রাজত্ব করবে বাংলা। এবং বছরের শেষ দিনে বাংলাকে ভারতসেরা করলেন সঞ্জয় সেন। রূদ্ধশ্বাস ম্যাচের শেষ মিনিটে গোল করলেন সেই রবি হাঁসদা, যিনি এই সন্তোষ ট্রফিতে গোলের বন্যা বইয়ে দিয়েছেন।
ফাইনালে বাংলার আরেক তারকা ফরোয়ার্ড নরহরিকে বেঞ্চে রেখে রক্ষণভাগ শক্তিশালী করে দল সাজান সঞ্জয় সেন। সেমিফাইনালে ২ গোল খাওয়া বাংলার রক্ষণ ফাইনালে নিজেদের দূর্গ রক্ষা করতে সফল।
অন্যদিকে প্রতি ম্যাচে একাধিক গোল করা বাংলা এদিন গোলের দিশা খুঁজে পেতে কিছুটা সমস্যাতেই পরে।
তবে যে মুহূর্তে সকলের মনে হচ্ছিল যে ম্যাচের ফলাফল ৯০ মিনিটে নির্ধারিত হবেনা তখনই গোলটি করলেন রবি।