এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স এবং বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। রোহিতের পারফরম্যান্স এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি। বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রোহিতকে সিডনি টেস্টের একাদশ থেকে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
রোহিত তিনটি টেস্টে মিলিয়ে মাত্র ৩১ রান করেছেন। কখনও মিডল অর্ডারে, কখনও ওপেনিং স্লটে ব্যাটিং করেছেন তিনি। এছাড়াও, মাঠে তার নেওয়া সিদ্ধান্তগুলিকে অনেক সময়ই নড়বড়ে বলে মনে হয়েছে, যা দলের ক্ষতি করেছে। এই সমস্ত কারণ বিবেচনা করে সিডনি টেস্টে রোহিতের অংশগ্রহণ অনিশ্চিত।
এক সাংবাদিক গম্ভীরকে প্রশ্ন করেছিলেন, কেন অধিনায়ক টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হননি। এটি কি টেস্ট ক্রিকেটের ঐতিহ্যের অংশ নয়? উত্তরে গম্ভীর বলেন, "রোহিত নিয়ে সব কিছু ঠিক আছে। আমি মনে করি না এটি কোনও ঐতিহ্যের অংশ। হেড কোচ এখানে আছেন, এটিই যথেষ্ট। আমি উইকেট দেখে আগামীকাল একাদশ চূড়ান্ত করব।"
সিডনি টেস্টের আগে রোহিতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় কোচ গৌতম গম্ভীর তার অবস্থান স্পষ্ট করেননি। তিনি বলেন, "আমি আগেই বলেছি, উইকেট দেখে একাদশ ঘোষণা করা হবে।" পুনরায় চাপ দেওয়া হলে গম্ভীর যোগ করেন, "উত্তর একই রকম থাকবে।"
এখন সকলের নজর থাকবে টিম ম্যানেজমেন্টের দিকে। রোহিত শর্মাকে বাদ দেওয়া হবে কিনা, সেটিই এখন মূল প্রশ্ন। দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।