এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ভারতের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এই বছরের পুরস্কার পেতে চলেছেন শুটার মনু ভাকের, দাবা বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ, পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার।
২২ বছর বয়সী মনু ভাকের চলতি বছরের প্যারিস অলিম্পিকে দুটি পদক জিতে স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একক আসরে এই কৃতিত্ব অর্জন করেন। তিনি ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। সম্প্রতি মনুর খেল রত্ন প্রাপকদের তালিকায় নাম না থাকায় ভারতীয় ক্রীড়ামহলে বিপুল বিতর্কের সৃষ্টি হয়। অসামান্য কৃতিত্বের পরেও কেন পাবেন না খেল রত্ন? ওঠে প্রশ্ন! তবে মনুর নাম আজ ঘোষণা হওয়ার পর স্বস্তি ফিরল সমর্থকদের মধ্যে।
প্যারিস অলিম্পিকে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি দল টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
অন্যদিকে, ১৮ বছর বয়সী ডি গুকেশ ইতিহাস সৃষ্টি করে দাবার সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হন এবং গত বছর ভারতীয় দলকে দাবা অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিততে সহায়তা করেন।
চতুর্থ পুরস্কার প্রাপক হলেন প্যারা হাই জাম্পার প্রবীণ কুমার, যিনি প্যারিস প্যারালিম্পিকে টি৬৪ বিভাগে চ্যাম্পিয়ন হন। টি৬৪ বিভাগটি এমন অ্যাথলিটদের জন্য নির্ধারিত, যাদের হাঁটুর নিচে এক বা উভয় পা নেই এবং তারা দৌড়ানোর জন্য কৃত্রিম পায়ের উপর নির্ভর করেন।
ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "পুরস্কার প্রাপকদের ১৭ জানুয়ারি, ২০২৫ (শুক্রবার) সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি তাঁদের সম্মানিত করবেন।"