Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহকে অতিরিক্ত বোলিং করানোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন যে বুমরাহের ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরিজে ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে বুমরাহ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যা ম্যাচ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে তাঁকে দেওয়া অতিরিক্ত দায়িত্ব নিয়ে উদ্বেগ বেড়েছে।
২০২৪ সালে বুমরাহের ওয়ার্কলোড অভূতপূর্ব। এই বছর তিনি বিশ্বব্যাপী সিমারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ওভার বল করেছেন এবং সবচেয়ে বেশি ইনিংসে খেলেছেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা স্বীকার করেছেন, বুমরাহের অসাধারণ ফর্ম এবং তাঁর দীর্ঘমেয়াদি ফিটনেস রক্ষা করার মধ্যে ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং।
রোহিত জানিয়েছেন, "সত্যি বলতে, বুমরাহকে বেশি বল করানোর ঝুঁকি রয়েছে। তিনি অনেক ওভার বল করেছেন, এটা অস্বীকার করার কিছু নেই। তবে, কেউ যদি এমন দুর্দান্ত ফর্মে থাকে, আপনি তা যতটা সম্ভব কাজে লাগাতে চান। আর এটাই আমরা বুমরাহের ক্ষেত্রে চেষ্টা করছি। তবে একটা সময় আসে যখন আপনাকে একটু পিছিয়ে যেতে হয় এবং তাঁকে সামান্য বিশ্রাম দেওয়া হয়।"
তিনি আরও বলেন, "আমি খুব সতর্ক। আমি তাঁর সাথে কথা বলি, জানতে চাই তিনি কেমন অনুভব করছেন। এসব বিষয় সাবধানে পরিচালনা করা দরকার, এবং আমি মাঠে সেটাই করার চেষ্টা করছি।"
২০২৪ সালে ১২টি টেস্ট খেলে বুমরাহ তাঁর ক্যারিয়ারের সর্বাধিক ম্যাচ খেলেছেন। মেলবোর্নে তিনি ৫২.৪ ওভার বল করেছেন, যা একটি টেস্টে তাঁর সর্বাধিক বোলিং।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে বুমরাহ মোট ১৪১.২ ওভার বল করে ৩০টি উইকেট নিয়েছেন, গড় মাত্র ১২.৮৩। অন্য পেসার যেমন মোহম্মদ সিরাজ, আকাশ দীপ, এবং হর্ষিত রানা তাঁর কাছাকাছি কোথাও নেই। এই পরিসংখ্যান বুমরাহের ওপর নির্ভরতার মাত্রা স্পষ্ট করে তুলেছে এবং এর ফলে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে।