এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ জসপ্রিত বুমরাহ বর্তমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে এমন এক পারফরম্যান্স দেখিয়েছেন যা যুগান্তকারী। তিনি ইতিমধ্যেই সিরিজে ৩০টি উইকেট তুলে নিয়েছেন। তার শেষ ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ছিল, যেখানে তিনি ৯টি উইকেট নিয়েছেন এবং এখন আইসিসি পুরুষ টেস্ট বোলার র্যাংকিংয়ে প্রথম স্থানে উঠে এসেছেন।
৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে বুমরাহ রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে ভারতের সর্বোচ্চ র্যাংকড টেস্ট বোলার হয়েছেন। অশ্বিন ২০১৬ সালে ৯০৪ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। এই র্যাংকিং বুমরাহকে ১৭তম স্থানে স্থান দিয়েছে, যেখানে তার সঙ্গে যুক্ত রয়েছেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড। ভারতের এই বোলিং তারকা আরও একটি রেকর্ড ভাঙতে চলেছেন। সিডনির পঞ্চম টেস্টের আগে, বুমরাহ মাত্র ৬ উইকেট দূরে রয়েছেন ভারতের হয়ে টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ভাঙতে।
২০২৪ সালে ৭১টি টেস্ট উইকেট নিয়ে বুমরাহ শেষ করেছেন এবং তার গড় ছিল ১৪.৯২।
বক্সিং ডে টেস্টে প্যাট কামিন্সও র্যাংকিংয়ে উন্নতি করেছেন। মেলবোর্নে ম্যাচে ৬ উইকেট নিয়ে তিনি ১৫ রেটিং পয়েন্ট বাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। সেই সঙ্গে অলরাউন্ডার র্যাংকিংয়ে তাকে উন্নতি করতে দেখা গেছে, কারণ চতুর্থ ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ৯০ রান করে অস্ট্রেলিয়ার জয়কে আরও শক্তিশালী করেছেন।