Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বর্ডার-গাভাসকার ট্রফির মেলবোর্ন টেস্টে পরাজয়ের পর সরগরম ভারতীয় ড্রেসিংরুম। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, হেড কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তারা যদি তার নির্দেশ মেনে না চলে, তবে তাদের দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে তিনি পিছপা হবেন না।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৪ রানে অস্ট্রেলিয়ার জয়ের পর এবং ২-১ সিরিজ লিড নেওয়ার পর, গম্ভীর ড্রেসিং রুমে ক্ষুব্ধ স্বরে বলেছেন, "বহুত হো গেয়া।" তিনি সরাসরি কারও দিকে আঙুল না তুলেও বলেন যে, খেলোয়াড়রা পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করছে না এবং তাদের "স্বাভাবিক খেলার" জন্য দেওয়া নির্দেশনা মানছে না।
গম্ভীর আরও বলেন যে, গত ছ’মাস ধরে খেলোয়াড়দের খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু এখন থেকে তিনি খেলার ধরন নির্ধারণ করবেন এবং যারা তার নির্দেশনা মানবে না, তাদের দল থেকে বাদ দেওয়া হবে।
গম্ভীরের এই মনোভাব দলের একাধিক ব্যাটিং ধসের কারণে পরিবর্তিত হয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ০-৩ ব্যবধানে হারের পর থেকে এ মনোভাব স্পষ্ট। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে, অস্ট্রেলিয়ার ৪র্থ ইনিংসে চাপে থাকা ভারত কিছুটা ভালো জায়গায় ছিল যখন যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ টপ অর্ডারের ব্যর্থতার পর দলকে সামাল দিচ্ছিলেন। কিন্তু তৃতীয় ও শেষ সেশন শুরু হওয়ার পরপরই, পন্থ অস্ট্রেলিয়ার পার্ট-টাইম বোলার ট্র্যাভিস হেডের বল মারতে গিয়ে মিচেল মার্শের হাতে লং-অন অঞ্চলে ক্যাচ দিয়ে বসেন।
পন্থের এই আউটের পর ভারতীয় ইনিংসে ধস নামে, যা আর থামানো যায়নি। পুরো দল ১৫৫ রানে গুটিয়ে যায়।
অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। একইভাবে, বিরাট কোহলিও ধারাবাহিকভাবে অফ-স্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে আউট হয়েছেন। অস্ট্রেলিয়া এই সিরিজ হাতাছাড়া করার আর কোনও জায়গায় নেই। তবে ভারত সিরিজের পঞ্চম টেস্টে জিততে পারলে ট্রফি ধরে রাখতে পারবে। শেষ টেস্টটি জানুয়ারির ৩ তারিখে সিডনিতে শুরু হবে।