এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রোহিত-বিরাটের অবসর নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলের দুই মহারথী ফের একবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে শুধুই হতাশা উপহার দিলেন। রোহিত ফিরলেন ৯ রানে। কোহলির করেন মাত্র ৫। দুই তারকার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে।
প্রাক্তন কোচের কিন্তু দুই ক্রিকেটারকে নিয়ে ভিন্ন অভিমত। শাস্ত্রী রোহিতের দ্রুত অবসরের পক্ষে হলেও বিরাটের ব্যতিক্রমী শাস্ত্রী। কোহলিকে এখনও খেলায় দেখতে চান তিনি। এমনকি আরও কিছুদিন যে কোহলিকে টেস্ট খেলতে দেখা যাবে সে বিষয়ে আশা প্রকাশ করেছেন।
মেলবোর্নের দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না ভারত অধিনায়ক। কামিন্সের বলেই আউট হলেন হিটম্যান।রোহিত প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, "রোহিত হয়তো এই সিরিজের পরই অবসর নেবে। ওর ফুটওয়ার্ক দেখুন। তবে বয়সটা হয়তো ফ্যাক্টর নয়। কিন্তু যে পরিস্থিতিতে খেলতে হচ্ছে সেটা ওর পক্ষে যাচ্ছে না।"
এদিকে সোমবার বিরাট আউট হলেন ৫ রানে। শাস্ত্রীর কথায়, "আমার যা মনে হয়, বিরাট কোহলি আরও ২ থেকে ৩ বছর খেলতে পারেন। চলতি সিরিজে ও সেভাবে পারফরম্যান্স করতে পারেনি। তবে খুব খারাপ খেলেছে সেটাও বলা যায় না। আমি যদি খুব ভুল না হই, বিরাট এখনই অবসর নেবে না।"
মেলবোর্ন টেস্টে দুই মহারথীকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলেই মনে করছেন অনেকে।