নিউজিল্যান্ডে দর্শকদের সঙ্গে বিবাদে জড়ালেন খুশদিল শাহ, নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে থামলেন পাক ক্রিকেটার

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটে গেল এক অস্বস্তিকর ঘটনা। বে ওভালে অনুষ্ঠিত ম্যাচ শেষে পাকিস্তানের তারকা ক্রিকেটার খুশদিল শাহ কিছু দর্শকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয় এবং খুশদিল শাহকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও প্রতিবেদন অনুযায়ী, খুশদিল শাহ দর্শকদের কিছু মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাদের প্রতি প্রতিক্রিয়া জানান। কেউ কেউ দাবি করেন, ঘটনাস্থলে পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল। অন্য সূত্র মতে, কিছু আফগান সমর্থক পুশতু ভাষায় অশালীন ভাষা ব্যবহার করছিলেন, যা আরও উত্তেজনা ছড়ায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয়, যেখানে বলা হয়, “বিদেশি দর্শকদের দ্বারা পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি অশালীন ভাষা ব্যবহারের ঘটনা আমরা কঠোরভাবে নিন্দা করছি। আজকের ম্যাচ চলাকালীন সময়ে কিছু দর্শক মাঠে থাকা খেলোয়াড়দের উদ্দেশে অনুপযুক্ত মন্তব্য করেন।”
পিসিবি আরও জানায়, “যখন পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া শুরু হয়, তখন খুশদিল শাহ এগিয়ে গিয়ে দর্শকদের শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু বিপরীতভাবে, আফগান দর্শকরা পুশতু ভাষায় আরও অশালীন ভাষা প্রয়োগ করেন। এরপর পাকিস্তান দল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে, নিরাপত্তা রক্ষীরা হস্তক্ষেপ করে এবং দুই উচ্ছৃঙ্খল দর্শককে মাঠ থেকে বের করে দেয়।”
ক্রিকেটীয় দিক থেকে দেখা যায়, এই ম্যাচে নিউজিল্যান্ড দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। বেন সিয়ার্স টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
বর্ষার কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানকে ২৬৫ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে পাকিস্তান বড় ধাক্কা খায় ইনিংসের শুরুতেই, যখন ইমাম-উল-হক উইলিয়াম ও'রউর্কের বাউন্সারে হেলমেটে আঘাত পান এবং মুখ চেপে ধরে মাঠ ছাড়েন। তার জায়গায় ব্যাটিংয়ে নামেন অধিনায়ক বাবর আজম, যিনি দলের জন্য লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দর্শকদের সঙ্গে এই বিতর্কিত ঘটনার কারণে ম্যাচটি আরও আলোচনার কেন্দ্রে চলে আসে।