নিউজিল্যান্ড বনাম পাকিস্তান: হঠাৎ বন্ধ ফ্লাডলাইট, অন্ধকারে থমকে গেল খেলা, আতঙ্কে খেলোয়াড়রা

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বেই ওভালে শনিবার পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকল দর্শকরা। ম্যাচের মাঝপথেই হঠাৎ ফ্লাডলাইট নিভে যাওয়ায় অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হলো দুই দলের খেলোয়াড়দের।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। জ্যাকব ডাফি তখন তায়্যব তাহিরের বিরুদ্ধে ওভারের চতুর্থ বল করতে প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই পুরো মাঠ অন্ধকারে ঢেকে যায়। Tahir আচমকা অন্ধকারে ভয় পেয়ে উইকেট ছেড়ে সরে দাঁড়ান, যাতে কোনও দুর্ঘটনা এড়ানো যায়।
ভাগ্যক্রমে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যদি ডাফি বল করে থাকতেন এবং সেটা ব্যাটসম্যান বা কোনো ফিল্ডারের গায়ে লাগত, তবে তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারত। ভিডিও ফুটেজ থেকেও পরিষ্কার নয় যে, ডাফি আদৌ বলটি করেছিলেন কি না।
Wtf man ???????? pic.twitter.com/G3toMxe5lj
— ` (@NaeemBackup) April 5, 2025
ঘটনার ফলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এইসময় তাহির ৩০ বলে ৩৩ রানে ব্যাট করছিলেন, ছন্দ হারিয়ে ফেলেন এবং পরের বলেই পয়েন্টে ক্যাচ তুলে দেন। তাঁর আউটের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় পাকিস্তানের জয়ের স্বপ্ন।
Even Floodlight is playing with Pakistan team ???????? pic.twitter.com/eCDKFQm6uq
— Sandesh. (@Sandesh_2545) April 5, 2025
এর আগে ম্যাচের শুরুতে ভয়াবহ এক চোট পান পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। রান নেওয়ার সময় থ্রো হেলমেটের ফাঁক দিয়ে ঢুকে সরাসরি তাঁর মুখে আঘাত করে। তাঁকে মাঠেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবর্তে কনকাশন বদলি হিসেবে নামেন উসমান খান।
শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটি ৪৩ রানে হেরে যায়। শেষ ৮টি সাদা বলের ম্যাচে এটি ছিল তাদের সপ্তম হার। নিউজিল্যান্ড সফরে একটিও সিরিজ জয় না পাওয়ায় হতাশাজনকভাবে দেশে ফিরতে হলো বাবর আজমদের।