আজব ঘটনা! হেলমেটে আটকে গেল বল! চোট পেয়ে মাঠ ছাড়লেন ইমাম উল হক, দেখুন ভিডিও

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হয়ে পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হককে অবসরে যেতে বাধ্য হতে হন। ম্যাচের শুরুতেই চোয়ালে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার।
পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে একটি দ্রুত রান নিতে গিয়ে ইমামের হেলমেটের গ্রিলের ফাঁক গলে বল ঢুকে পড়ে সরাসরি তাঁর চোয়ালে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রিপোর্ট অনুযায়ী, বলের আঘাতে ইমাম স্পষ্টভাবেই বিমূঢ় হয়ে পড়েন এবং দাঁড়িয়ে থাকতে হিমশিম খান। পরে সতীর্থ ও মেডিকেল টিমের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাঁকে।
ঘটনার পরপরই মাঠে চিকিৎসা করা হয় ইমামের। কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট হয়ে যায়, তিনি আর খেলা চালিয়ে যেতে পারবেন না। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তাঁর পরিবর্তে উসমান খানকে কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয়।
Imam ul Haq retired hurt#PAKvNZ #PakistanCricket #Cricket pic.twitter.com/ulUYUzrPtx
— Urooj Jawed???????? (@uroojjawed12) April 5, 2025
এই ম্যাচে পাকিস্তান হেরে যায় ৪৩ রানে এবং ওয়ানডে সিরিজ ০-৩ ব্যবধানে পরাজিত হয়। এর আগে টি২০ সিরিজেও তারা ১-৪ ব্যবধানে পরাজিত হয় নিউজিল্যান্ডের মাটিতে।
ইমামের ইনজুরি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে পিসিবি মিডিয়া হ্যান্ডেলে সংক্ষেপে জানানো হয়েছে:
“ইমাম-উল-হক চোয়ালে বলের আঘাত পাওয়ায় চোটগ্রস্ত হয়েছেন। তাঁর পরিবর্তে উসমান খানকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছে।”