এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্ট কী খেলতে পারবেন অস্ট্রেলিয়ার তারকা বাঁ হাতি ব্যাটার ট্রাভিস হেড? সদ্য সমাপ্ত ওয়াকা টেস্টের পর কুঁচকিতে চোট পেয়েছিলেন হেড, যার জেরে মেলবোর্ন টেস্টের জন্য ঠিকমত অনুশীলনও করতে পারেননি তিনি।
এই পরিস্থিতিতে বড় আপডেট দিলেন অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সাংবাদিক বৈঠকে এসে ম্যাকডোনাল্ড বলেছেন, "হেডকে নিয়ে তেমন চিন্তার কিছু নেই। আমি তো সেই রকম গুরুতর কিছু দেখলাম না। অনুশীলনের পরেও কোনও সমস্যা নেই। আমি আত্মবিশ্বাসী যে হেড খেলবে। ব্যাট হাতে ও দারুণ ছন্দে রয়েছে। আমরা ওকে খেলিয়ে ঝুঁকি নিতে চাই কিনা, সেটাই আসল কথা। এটা ঠিক যে, সামান্য সমস্যা আছে। তবে এখন ও অনায়াসে দৌড়চ্ছে। আশা করছি বক্সিং ডে টেস্টের আগেই হেড পুরোপুরি তৈরি হয়ে যাবে।"
যদিও অনুশীলনে অল্প সময়ই ব্যাটিং করেছেন হেড, ফিজিওর সাথে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। চলতি সিরিজে ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন হেড। ৫ ইনিংস মিলিয়ে ৪০৯ রান হয়ে গিয়েছে হেডের, যেখানে অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে শতরান করেছেন তিনি। ফলে হেড না থাকলে বক্সিং ডে টেস্টে অনেকটাই স্বস্তিতে থাকবেন ভারতীয় বোলাররা, তা বলাই যায়।