Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বর্ডার গাভাসকার টেস্ট সিরিজের মাঝপথেই অবসর ঘোষণা করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশাল শূন্যস্থান পূরণ করতে একপ্রকার কালঘাম ছোটে ভারতীয় নির্বাচকদের। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মত অভিজ্ঞ ক্রিকেটারদের নাম ভাসলেও অস্ট্রেলিয়া সফরে ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন মুম্বইয়ের ২৬ বছর বয়সী স্পিনার তনুশ কোটিয়ান।
ডানহাতি এই স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ১০১টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও সাবলিল তিনি, করেছেন ১৫২৫ রান। ঝুলিতে রয়েছে দুটি সেঞ্চুরি এবং বেশ কিছু হাফসেঞ্চুরি। গত মরশুমে রঞ্জি ট্রফিতেও করেছেন ৫০২ রান।
অন্যদিকে বর্ডার গাভাসকর সিরিজ শুরুর আগে ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। ভারতীয় এ দলের প্রথম একাদশে খেলার সুযোগ না পেলেও এবার সরাসরি ডাক পেলেন ভারতীয় শিবিরে।
কিন্তু কুলদীপ বা অক্ষরের পরিবর্তে কেন তনুশ? উত্তর দিলেন ভারতীয় অধিনায়ক। রোহিত শর্মা জানিয়েছেন হার্নিয়ার অস্ত্রোপচার হওয়ার কারণে এখনও ফিট হননি কুলদীপ যাদব। অন্যদিকে অক্ষর প্যাটেল সম্প্রতি বাবা হয়েছেন। সন্তান ও স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য তাঁকেও এই মুহূর্তে অস্ট্রেলিয়া ডাকা হচ্ছেনা।
আইপিএলে রাজস্থান রয়্যালস দলে রয়েছেন তনুশ। রোহিত শর্মার বক্তব্য অনুযায়ী, ভারতীয় দলের একজন স্পিনারের প্রয়োজন ছিল যিনি এই মুহূর্তে প্রস্তুত অস্ট্রেলিয়া সিরিজের জন্য। তনুশ প্রস্তুত ছিলেন, সেই কারণেই তাঁকে ডেকে নেওয়া হয়। যদিও স্পিন বিভাগে রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর রয়েছেন তাই তনুশ প্রথম একাদশে সুযোগ পাবেন কি না তা বলা কঠিন। কিন্তু বর্ডার গাভাসকার সিরিজে ভারতীয় দলের সঙ্গে থাকলে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন তা বলাই যায়। এর পাশাপাশি শুধু বোলিং নয় ব্যাটিংয়েও পারদর্শী তনুশ, সেই কারণে আরও গুরুত্ব পেয়েছেন ভারতীয় সিনিয়র দলের এই নতুন সদস্য।