এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা বক্সিং ডে টেস্টের আগে প্রেস কনফারেন্সে তরুণ খেলোয়াড়দের, বিশেষ করে ঋষভ পন্ত, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের পাশে দাঁড়িয়েছেন। অধিনায়ক অনেক সময় নেতা হন। নেতা কখনও কাউকে দোষ দেয়না। রোহিত সেটাই করলেন।
ঋষভ পন্তের ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে রোহিত সাম্প্রতিক সময়ে এবং আগের অস্ট্রেলিয়া সফরে তার ব্যাটিং সাফল্যের কথা তুলে ধরেছেন। ২০২০-২১ সফরের নায়ক পন্ত এবারের বর্ডার-গাভাস্কার ট্রফির তিনটি টেস্টে মাত্র ৯৬ রান করতে পেরেছেন, যা প্রত্যাশার তুলনায় অনেক কম।
রোহিত বলেছেন, “কোনো চাপ নেই। সে এখানে মাত্র তিনটি টেস্ট খেলেছে। সে ভারতে রান করেছে এবং ভালো ফর্মে রয়েছে। দুই-তিনটি টেস্টে খারাপ হলে সেটা দিয়ে বিচার করা সঠিক নয়। সে জানে তাকে কী করতে হবে।”
রোহিত আরও যোগ করেন, “দেখুন, আমি আগেই বলেছি, ঋষভ, গিল, যশস্বী - এই সমস্ত তরুণরা একই অবস্থানে রয়েছে। আমরা তাদের কাজ জটিল করতে চাই না। তারা জানে তাদের কাছে কী প্রত্যাশা রয়েছে।
“আমাদের কাজ হলো তাদের ছোট ছোট বিষয় যেমন ম্যাচ সচেতনতা নিয়ে কথা বলা। আমি মনে করি না তাদের আরও বেশি কিছু বোঝানোর প্রয়োজন আছে। ঋষভ পন্ত জানে তাকে কী করতে হবে। তার নিজের থেকেই তার ওপর অনেক প্রত্যাশা রয়েছে। সে কঠোর পরিশ্রম করছে। আমি আশা করি সে শেষ দুই ম্যাচে ভালো করবে।”
অন্যদিকে, যশস্বী জয়সওয়াল পার্থে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও ধারাবাহিকতার অভাব রয়েছে। শুভমান গিলও ভালো শুরু করেছেন কিন্তু বড় ইনিংসে রূপ দিতে ব্যর্থ হয়েছেন।
যশস্বী জয়সওয়াল: ৩ টেস্টে ১৯৩ রান, গড় ৩৮.৬০
ঋষভ পন্ত: ৩ টেস্টে ৯৬ রান, গড় ১৯.২০
শুভমান গিল: ২ টেস্টে ৬০ রান, গড় ২০.০০
তরুণদের প্রতি আস্থা রেখে রোহিত শর্মা জানিয়েছেন, দলের ম্যানেজমেন্ট পন্ত, গিল এবং যশস্বীর ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করতে চায় না এবং তাদের বাকিটা সিরিজে স্বাধীনভাবে খেলতে দিতে চায়।
রোহিত বলেন, “দেখুন, যশস্বী এখানে প্রথমবার এসেছে। সে ইতিমধ্যে দেখিয়েছে সে কী করতে সক্ষম। দলের একজন খেলোয়াড় যখন এরকম প্রতিভাবান থাকে, তখন তার মানসিকতায় খুব বেশি পরিবর্তন আনতে চাই না। আমরা তাকে যতটা সম্ভব স্বাধীন রাখতে চাই।
“আমরা চেষ্টা করি তাকে তার ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তাভাবনা না করতে দিতে। সে নিজেই তার ব্যাটিং সম্পর্কে আমাদের চেয়ে ভালো বোঝে। এভাবেই সে ক্রিকেট খেলেছে এবং রান করেছে। আমরা শুধু নিশ্চিত করতে চাই যে সে মাঠে নেমে নিজের খেলা খেলতে পারে। সে এমন একজন খেলোয়াড় যে প্রতিরক্ষামূলক খেলা বা আক্রমণাত্মক খেলা, উভয়ই খেলতে সক্ষম। তার খেলায় কিছু নির্দিষ্ট দিক ঠিক করার চেষ্টা চলছে, এবং আমি নিশ্চিত সে এটি করছে অন্যদের সঙ্গে মিলে।”