এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই প্রতিযোগিতায় নিঃসন্দেহে ফেভারিট হিসেবে নামছে ২০২৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক প্যাট কামিন্সের চোট বড় ধাক্কা দিয়েছে অজিদের, একই সাথে অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের আকষ্মিক অবসরেও ক্যাঙ্গারুদের কপালে চিন্তার ভাঁজ।
এদিকে হাইব্রিড মডেলে খেলা হওয়াতে পাকিস্তান এবং দুবাইয়ের পিচে খেলতে হবে হেড-স্মিথদের, যা তাদের কাছে অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাইছেন খোদ অস্ট্রেলিয়ার সুপারস্টার ব্যাটার স্টিভ স্মিথ। বর্তমানে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে অজিরা, সেখানে স্মিথ অধিনায়ক। আর সেখানেই ভারতের সাহায্য পাওয়ার বার্তা দিলেন স্মিথ।
স্মিথ বলেছেন, "উপমহাদেশের পরিবেশ আমার ভাল লাগে। এখানে খেলা বুঝতে আমার সুবিধা হয়। এই পরিবেশে অধিনায়কত্ব করা অনেকটা দাবা খেলার মতো। সেই জন্যই আরও ভালো লাগে। ভারতে খেলার অভিজ্ঞতা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিতে চাই।"
কামিন্স যদি না থাকেন, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য লড়াইয়ে এগিয়ে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ। ভারতের মাটিতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন স্মিথ, সেই অভিজ্ঞতার সাহায্য নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে জেতাতে চান স্মিথ।