এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলকে আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, তারই আলোচনায় গত সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সাথে আলোচনায় বসেছিলেন আইলিগ ও ইন্ডিয়ান উইমেন্স লিগের ক্লাবগুলির কর্তারা।
এই বৈঠকে সভাপতি ছাড়াও ফেডারেশনের তরফ থেকে উপস্থিত ছিলেন সচিব অনিলকুমার, কোষাধ্যক্ষ কিপা অজয় ও সহ সচিব এম সত্যনারায়ণ। মোট ৯টি আইলিগ ও ৪টি আইডব্লুএল ক্লাবের কর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকে মূলত আগামী মরশুমের সূচি, ক্যালেন্ডার, লিগের উত্তরণ-অবনমন, সম্প্রচার এবং জাতীয় পুরুষ ও মহিলা দলের দীর্ঘমেয়াদী শিবিরের জন্য খেলোয়াড় ছাড়া নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইলিগ ও ইন্ডিয়ান উইমেন্স লিগের মানোন্নয়নে জোর দিতে হবে এবং জাতীয় দলের শিবিরের জন্য খেলোয়াড়দের ছাড়তে হবে।
এই নিয়ে ইন্টার কাশীর সভাপতি পৃথ্বীজিত দাস এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, "প্রথমবারের জন্য, ফেডারেশন সভাপতি ক্লাবগুলির কথা ও তাদের সমস্যার বিষয়ে অনেক সময় ধরে শুনেছেন। উনি আমাদের আশ্বাস দিয়েছেন পুরোটা খতিয়ে দেখার, এবং সূচি নিয়ে আরও ভালো পরিকল্পনা করার, যাতে ক্লাবগুলির জন্য লিগটা খেলা আরও সুবিধাজনক হয়।"