এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে আইএসএলের ফিরতি লেগে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। গতবারের সাক্ষাতে আলবার্তো রড্রিগেজের জোড়া গোল ও জেমি ম্যাকলারেনের গোলে পাঞ্জাব বধ করেছিল মোহনবাগান। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা, অনেকটাই চ্যালেঞ্জিং মোহনবাগানের জন্য।
লিগ শিল্ড জেতার দোরগোড়ায় রয়েছে মোহনবাগান, তবে কার্ড সমস্যার জন্য পাঞ্জাব ম্যাচে নেই ডিফেন্ডার টম অলড্রেড ও মিডফিল্ডার আপুইয়া। এই পরিস্থিতিতে তাদের বদলি কারা হবেন, তাদের জন্য গত কয়েক দিনের অনুশীলনে বিভিন্ন ফর্মেশন ঘাটছিলেন কোচ জোসে মোলিনা। এই পরিস্থিতিতে যা সম্ভাবনা দেখা যাচ্ছে, গতবারের পাঞ্জাব ম্যাচের নায়ক আলবার্তোকে কেন্দ্রবিন্দু করে বুধবারের মহারণে নামবে মোহনবাগান।
এখন প্রশ্ন হল, আপুইয়ার পরিবর্তে শুরু কে করবেন? অনিরুধ থাপা ফিট না হওয়ায় সাহাল আব্দুল সামাদ শুরু করবেন। এদিকে তার পাশে দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশীকে গত কয়েক দিনের অনুশীলনে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেও সম্ভাবনা রয়েছে, দীপকের শুরু করার।
বাকি একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। গোলে শুরু করবেন বিশাল কাইথ। এদিকে আলবার্তোর পাশে শুরু করবেন দীপেন্দু বিশ্বাস। দুই সাইডব্যাকে আশিস রাই ও শুভাশিস বসু। মাঝমাঠে সাহাল ও দীপকের সাথে অ্যাটাকিং মিডফিল্ডে শুরু করবেন জেসন কামিংস। দুই উইংয়ে লিস্টন কোলাসো ও মনবীর সিং শুরু করবেন। আর আক্রমণে শুরু করবেন জেমি ম্যাকলারেন।