এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে কতটা ভয়ঙ্কর মোহনবাগান সুপার জায়ান্ট, তা বলার অপেক্ষা রাখে না। নিজেদের সিনিয়র দলে প্রতিপক্ষের মুখের গ্রাস থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে আনতে সিদ্ধহস্ত আইএসএল শিল্ড চ্যাম্পিয়নরা। এবার যুব দলে এমন সাইনিং করাল, যা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের জন্য আফসোসের কারণ হবে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ১৯ বছর বয়সী কেরালার ফুটবলার মুহাম্মদ নিয়াজের দুর্দান্ত স্কিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের কমেন্টে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জ কমেন্ট করতে জানতে চান।
কিন্তু তার পরের দিনই নিয়াজকে যুব দলের জন্য সই করিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। দেবাগিরির সেন্ট জোসেফ কলেজের হয়ে খেলা নিয়াজকে সই করিয়ে নিল মোহনবাগান।
View this post on Instagram