এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবি হয়েছিল ভারতীয় দলের, যার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারেনি তারা। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে হার। সব মিলিয়ে ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরের সময়টা খুব ভালো যাচ্ছে না। এবার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ভালো ফল করতেই হবে গম্ভীরের ভারতকে।
তবে এই পরিস্থিতিতে গুরু গম্ভীর আশা করে রয়েছেন দুই অভিজ্ঞ তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার উপর, যারা নিজেরাই অস্ট্রেলিয়া সফর থেকে ফর্ম খুঁজে বেরাচ্ছেন। সম্প্রতি রঞ্জি ট্রফিতে দুই মহাতারকা খেললেও ব্যর্থ হয়েছেন তারা। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে গম্ভীরের ভরসা রোহিত-বিরাট।
বিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে এসে গম্ভীর বলেছেন, "আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের হয়ে সাফল্য পেতে ওনারা মুখিয়ে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ জিততে হবে। যদি শুরুটা আমরা ভালো করি, তাহলে চ্যাম্পিয়ন হতে পারব। আমার মতে, রোহিত ও বিরাটের উপস্থিতি ড্রেসিংরুমকে উজ্জীবিত করবে। ওদের তো বটেই, বাকিদেরও বাড়তি তাগিদ দেখাতে হবে।"
হাইব্রিড মডেলে খেলা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে মেগা মহারণ।