এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শান্ত স্বভাবের জন্য পরিচিত তিনি, কিন্তু এবার হারালেন মেজাজ। বেঙ্গালুরুতে একটি ছোটখাটো দুর্ঘটনার পর এক অটোরিকশা চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর কানিংহ্যাম রোডে, এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছাকাছি এক অটো চালকের সঙ্গে উত্তপ্ত আলোচনা করছেন দ্রাবিড়। যদিও এই সংঘর্ষে কেউ আহত হননি এবং গাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা মজার মজার মিম তৈরি করতে শুরু করেন।
Rahul Dravid’s Car touches a goods auto on Cunningham Road Bengaluru #RahulDravid #Bangalore pic.twitter.com/AH7eA1nc4g
— Spandan Kaniyar ಸ್ಪಂದನ್ ಕಣಿಯಾರ್ (@kaniyar_spandan) February 4, 2025
২০২১ সালে দ্রাবিড়ের একটি বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়েছিল, যেখানে তাঁকে ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বলতে শোনা যায়। এবারও সেই প্রসঙ্গ তুলে এনে মজার প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে।
বর্তমানে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। ভারতকে দীর্ঘ আইসিসি ট্রফি খরার অবসান ঘটানোর পর, এবার তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের ১৭ বছরের ট্রফি-খরা কাটানোর লক্ষ্যে কাজ করছেন।