এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচে কোচ মলিনার দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছিল কি? বেঞ্চে থাকা কামিংস, দিমিত্রির মতো তারকাদের জায়গায় দিনের পর দিন জেমি ম্যাকলারেনকে খেলানোর কারণ বোঝা গেল এদিন। প্রথমার্ধে দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলল, সাহাল আব্দুল সামাদের চোট বড় ধাক্কা হয়ে এল মোহনবাগানের জন্য। বদলি নামলেন অভিষেক সূর্যবংশী। দ্বিতীয়ার্ধে আশিক কুর্নিয়ান এলেন আসিস রাইয়ের বদলে, শুভাশিস বোস সেন্টার ব্যাক হয়ে গেলেন, আর দীপেন্দু বিশ্বাস ফুলব্যাকের দায়িত্ব নিলেন।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মেজাজে ফিরল মোহনবাগান। মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্ট ছন্দ পেয়ে গেলেন। ৫৬ মিনিট পর্যন্ত গোল নেই, প্রশ্ন যখন জোরালো হচ্ছে, কেন ম্যাক্লারেন? দীপেন্দুর নিচু ক্রস দুর্দান্তভাবে রিসিভ করে হাফ টার্নে গোল করলেন জেমি ম্যাকলারেন, বিশ্বকাপার হিসেবে নিজের জাত চিনিয়ে দিলেন। কোচের আসার মর্যাদা দিলেন। পাঞ্জাব এফসিও চেষ্টা করছিল, লুকা ম্যাচেনকে নামিয়েও লাভ হয়নি। সূর্যবংশী থেকে পাওয়া বল লিস্টনের নেওয়া শট গোলরক্ষক নাগাল পেলেন না। শট নেওয়ার আগে গ্রেগকে হালকা স্পর্শ করলেও বলের লাইন পরিবর্তন হয়নি, গোলের কৃতিত্ব লিস্টনের। তৃতীয় গোল এল পাঞ্জাবের গোলরক্ষক রবি কুমার আর আশীষ প্রধানের ভুলে। গোল করে গেলেন ম্যাকলারেন। মোহনবাগান জয় নিয়ে মাঠ ছাড়ল।