এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রতীক্ষিত বক্সিং ডে টেস্ট। তার আগে অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ এবং শ্রেয়স আইয়ার সহ ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলেন। এছাড়াও, দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফরাও ছিলেন। ফিল্ডিং কোচ টি দিলীপ তাঁর ইনস্টাগ্রামে একটি ক্যাপশন সহ কিছু ফটো এবং ভিডিও শেয়ার করে লিখেছেন, “সতীর্থদের সাথে প্রান্তরের পরম সেরা অভিজ্ঞতা। সারাজীবনের জন্য স্মরণীয় মুহূর্তগুলি।"
আরও পড়ুন: জল্পনার অবসান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি
রোহিতকে জঙ্গল সাফারির সময় গন্ডার পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছে। গন্ডারের সাথে তাঁর ব্যক্তিগত আগ্রহ অনেকটাই। যেমন ২০১৮ সালে, রোহিতকে বিশ্ব বন্যপ্রাণী তহবিল (WWF) দ্বারা গন্ডার সংরক্ষণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
২০১৯ সালে, ভারতীয় গন্ডার সংরক্ষণের প্রচেষ্টায় সক্রিয়ভাবে অবদান রাখার ভারতীয় অধিনায়ক "Rohit4Rhinos" নামে একটি প্রচার শুরু করেছিলেন। এই মহৎ প্রাণী এবং তাদের স্থান রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই প্রচার করা হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতের দুর্দান্ত সামগ্রিক টেস্ট রেকর্ড রয়েছে। ৪২.৩৭ গড়ে সর্বোচ্চ ২১২ রান, তিনটি সেঞ্চুরি সহ নয়টি ম্যাচে ৬৭৮ রান করেছেন। দক্ষিণ আফ্রিকাতে তাঁর পারফরম্যান্স, চার ম্যাচে ১৫.৩৭ গড়ে ১২৩ রান। ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে সিরিজের জন্য অপেক্ষা করছেন, রোহিত শর্মা ভারতকে দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয় উপহার দিতে পারেন কিনা সেই দিকে।