এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২১ এর মেগা লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ছয় উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন পর ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বিরাট কোহলি (৫৩)। ওপেনিংয়ে দেবদত্ত পাডিক্কালের সাথে শতরানের জুটি তোলেন।
তবে বিরাট কোহলির আউট হওয়ার পরেই আরসিবির মিডল অর্ডার ঐ দারুণ শুরুর সদ্ব্যবহার করতে পারে না এবং কেবল ১৫৬ রানই তোলে। আর দারুণ ছন্দে থাকা বিরাট কোহলিকে অসাধারণ বুদ্ধিতে আউট করান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ডোয়েন ব্রাভোর বলে বাউন্ডারিতে ক্যাচ আউট হন কোহলি। টিম ইন্ডিয়ার নয়া মেন্টর কিস্তিমাত করলেন ভারত অধিনায়ককে।
ম্যাচের পর প্রেজেন্টেশনে ধোনি জানান, তিনি ব্রাভোকে নির্দেশ দিয়েছিলেন বিরাট কোহলিকে ছয় ভিন্ন ধরণের বল করার। আর সেই পরামর্শেই পরাস্ত হন বিরাট। এছাড়াও ব্রাভোর সাথে নানান খুনসুটির কথাও শেয়ার করেন ধোনি।
সিএসকে অধিনায়ক বলেন, "ব্রাভো ফিট এবং বেশ কার্যকরী হয়ে উঠেছেন। আমি ওকে আমার ভাই বলি এবং আমাদের মধ্যে তর্ক হয় আদৌ ও স্লোয়ার বল দেবে কিনা। কিন্তু এখন সবাই জানে যে ও স্লোয়ার বল দেবে। তাই আমি ওকে বলেছিলাম ওভারে ছয়টি ভিন্ন ধরণের বল করতে।"
যদিও ধোনি স্বীকার করেন, বিরাট ও দেবদত্তের পার্টনারশিপে কিছুটা চিন্তিত ছিলেন। তিনি বলেন, "আমরা শিশির সম্বন্ধে চিন্তিত ছিলাম এবং গত বছর এর ফল দেখেছিলাম। ওরা ভালো শুরু করেছিল, তবে অষ্টম বা নবম ওভার থেকে পিচ ধীরগতির হয়ে যায়। জাদেজার স্পেল খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে পাডিক্কাল যেভাবে ব্যাট করছিলেন। আমি মইনকে বলেছি ড্রিঙ্ক বিরতির পর এক প্রান্ত থেকে বল করতে, কিন্তু তখন আমি মন বদলে ফেলি। আমি সিদ্ধান্ত নিই ব্রাভোকে দিয়ে বল করার, কারণ যত দেরিতে ও বল করবে, তত ওর কাছে কঠিন হয়ে যাবে এই খারাপ পরিস্থিতিতে বল করতে।"
এই জয়ের সাথে চেন্নাই সুপার কিংস আবারও শীর্ষে উঠেছে। এদিকে হারা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিন নম্বরেই রয়েছে।