অনবদ্য শুভমন, শামির দুরন্ত প্রত্যাবর্তন! ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের
![](pathDirection/assets/images/post-layout.png)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টি২০ আন্তর্জাতিক সিরিজের পর এবার ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ক্রিকেট বজায় রাখল টিম ইন্ডিয়া। নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ভারত, সৌজন্যে নতুন সহ অধিনায়ক শুভমন গিলের অনবদ্য ব্যাটিং এবং ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট (৪৩) ও বেন ডাকেট (২৯) ঝোড়ো ব্যাটিং করে ইংল্যান্ডের ভিতটা গড়ে দেন। কিন্তু তারপর ৪টি উইকেট পড়ে বিপদে পড়েন ইংরেজরা। মাঝে অধিনায়ক জস বাটলার (৫২) ও জেকব বেথেল (৫১) এর জুটিতে সামলে নেয় ইংল্যান্ড। কিন্তু ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে ২৪৮ রানে অল আউট হয় ইংল্যান্ড।
২০২৩ বিশ্বকাপের পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরে নিজের জাত চেনালেন মহম্মদ শামি। মাত্র ১টি উইকেট নিলেও ওনার বোলিংয়ে সমস্যায় পড়েন ইংরেজ ব্যাটাররা। ৩টি করে উইকেট নেন অভিষেক করা হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা।
জবাবে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২ রান করে আউট হন, অন্যদিকে ওয়ানডেতে অভিষেক করা যশস্বী জয়সওয়ালও (১৫) খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু তারপর হাল ধরে মিডল অর্ডার, শুধু হালই ধরলেন না, ইংরেজ বোলারদের ঘুম উড়িয়ে দিলেন শ্রেয়াস আইয়ার (৫৯) ও অক্ষর প্যাটেল (৫২)।
তবে এদিনের সেরা ইনিংসটি খেলেছেন নবনিযুক্ত সহ অধিনায়ক শুভমন গিল। ১৪টি চারের সৌজন্যে ৯৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন শুভমন। শ্রেয়াস ও অক্ষর যখন ঝড় তুলছিলেন, তখন অপর প্রান্ত সামলাচ্ছিলেন শুভমন। আর এর জেরে ৬৮ বল বাকি থাকতে জয় হাসিল করে নেয় ভারত।