এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্লেঅফসের আশা নেই বললেই চলে, এই পরিস্থিতিতে মহামেডানের কাছে লিগের বাকি ৬ ম্যাচ নিজেদের সম্মান রক্ষার লড়াই। আর সেটি শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। এই হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৪ গোলে হেরেছিল মহামেডান। ফলে বদলার জন্য মুখিয়ে রয়েছে মহামেডান।
তবে মহামেডান স্পোর্টিং ক্লাবের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। হেড কোচ আন্দ্রে চেরনিশভ দেশ ছেড়েছেন, এদিকে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গত দুই ম্যাচে ০-৩ ও ০-৪ গোলে পরাজিত হয়েছে। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে নামার বার্তা দিলেন মহামেডানের সহকারী কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।
সাংবাদিক বৈঠকে এসে মেহরাজ বলেছেন, "আমি মানছি যে গত ম্যাচে আমরা ভালো খেলিনি। তবে আমাদের হাতে এখনও ছয়টি ম্যাচ রয়েছে এবং অতীত নিয়ে ভাবতে রাজি নই। সামনে হায়দরাবাদ এফসি রয়েছে এবং এই ম্যাচকে আমরা ফোকাস করছি ভালো খেলার জন্য।"
এদিকে মাঠে ও মাঠের বাইরের নানান সমস্যা নিয়ে মেহরাজ বলেছেন, "খেলোয়াড়েরা খুবই পেশাদার, ওরা অনুশীলনে নিজেদের সেরাটা দিতে চায়। ওরা সব ম্যাচ জিততে চায়। কিন্তু অনেক সময় আমরা যা চাই সেটাই পাই না। তবে এখন হাতে ৬টি ম্যাচ রয়েছে আর আমরা যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই।"
এদিকে এই ম্যাচে চোটের জন্য খেলবেন না ডিফেন্ডার জোসেফ আদজেই ও সামাদ আলি মল্লিক। লাল কার্ড দেখার জন্য নেই মিডফিল্ডার মির্জালোল কাশিমভ। তবে এসব সত্ত্বেও বেশি চিন্তিত নন মেহরাজ। তিনি মনে করছেন, দলে ২৭ জন ফুটবলার রয়েছেন যারা সুযোগ পেলে নিজেদের সেরাটা দিতে পারেন।
শেষে হায়দরাবাদ এফসি নিয়ে মেহরাজউদ্দিন বলেছেন, "আমরা হায়দরাবাদকে শ্রদ্ধা করি। আমরা জানি লিগে ওরাও খুব একটা ভালো খেলছে না। তবে আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না কারণ আমরা ওদের ঘরের মাঠে খেলতে যাব। আমাদের ৯০ মিনিট ফোকাসড থাকতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।"
আগামী ৮ ফেব্রুয়ারি গাচিবৌলি স্টেডিয়ামে বিকেল ৫টায় হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার সকালে শেষ অনুশীলন করে হায়দরাবাদের উদ্দেশ্যে উড়ে যাবে মহামেডান ফুটবলাররা।